Opu Hasnat

আজ ৫ আগস্ট বুধবার ২০২০,

রাজবাড়ীতে ৬‘শ ছাড়ালো করোনায় আক্রান্ত রাজবাড়ী

রাজবাড়ীতে ৬‘শ ছাড়ালো করোনায় আক্রান্ত

মঙ্গলবার রাজবাড়ীতে নতুন করে ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩১ জনে। 

মঙ্গলবার বিকেলে রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

সিভিল সার্জন জানান, ১৪০ জনের পাঠানো নমুনার মধ্যে ৪১ জন ব্যক্তির শরীরে করোনা পজিটিভ এসেছে। এর মধ্যে রাজবাড়ী সদর উপজেলার পৌরসভার ১৪ জনসহ ১৬ জন, পাংশা উপজেলার পৌরসভার ৬ জন সহ ১৩ জন, কালুখালী উপজেলার ৭ জন, বালিয়াকান্দি উপজেলার ৩ জন, গোয়ালন্দ উপজেলার ২ জন। 

করোনা আক্রান্তদের মধ্যে থেকে জেলায় এ পর্যন্ত ২১৫ জন সুস্থ হয়েছেন, মারা গেছেন ৩ জন। হাসপাতালে ভর্তি ৪৭ জন, বাকি সবাই বাড়ীতে চিকিৎসাধীন অবস্থায় আছেন।