Opu Hasnat

আজ ৫ আগস্ট বুধবার ২০২০,

মাগুরায় করোনায় আরো ২ জনের মৃত্যু, মোট মৃত ৬ মাগুরা

মাগুরায় করোনায় আরো ২ জনের মৃত্যু, মোট মৃত ৬

মাগুরা জেলায় গতরাতে আরো ২ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে বলে মাগুরার সিভিল সার্জন ডা: প্রদীপ কুমার সাহা জানিয়েছেন। এ নিয়ে মাগুরায় মোট ৬ জন করোনা  রোগীর মৃত্যু হয়েছে। মাগুরা জেলায় করোনা রোগে আত্রান্ত ১৬৬ জন। এর মধ্যে ৭০ জনের বাড়ি মাগুরা সদর উপজেলার বিভিন্ন এলাকায়, ৫ জনের বাড়ী মাগুরা জেলার শ্রীপুর উপজেলায় ও বাকীদের বাড়ী মহম্মদপুর ও শালিখা উপজেলায়। বর্তমানে আক্রান্ত সবাই নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টিনে চিকিৎসাধীন আছে। প্রয়োজনে তাদের কে মাগুরা হাসপাতালে স্থানান্তর করা হবে বলে সিভিল সার্জন জনিয়েছেন। 

মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম জানান, আক্রান্তদের গ্রামের বাড়ি লকডাউন ঘোষনা করা হয়েছে। সামাজিক দুরত্ব বজায় রাখতে জেলার সর্বত্র পুলিশ ও সেনা টহল জোরদার করা হয়েছে। 

মাগুরার সিভিল সার্জন ড. প্রদীপ কুমার সাহা জানান, এ পর্যন্ত ১৬৬ জনের করোনা পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে।