Opu Hasnat

আজ ১৯ মার্চ মঙ্গলবার ২০২৪,

রাজবাড়ীতে সেনাবাহিনীর উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প রাজবাড়ী

রাজবাড়ীতে সেনাবাহিনীর উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প

রাজবাড়ীতে মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষে গর্ভবতী মায়েদের চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ সেনাবাহীনির ৪১ ফিল্ড এ্যাম্বুলেন্সের পরিচালনায় দশ পদাতিক ডিভিশনের ব্যাবস্থাপনায় মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন ৫৫ পদাতিক ডিভিশনের ২১ পদাতিক ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল রিয়াজুর রহমান।

এ সময় লেফটেনেন্ট কমান্ডার মঞ্জুরুল হক, সেনাবাহীনির ৪১ ফিল্ড এ্যাম্বুলেন্সের কমান্ডিং অফিসার মেজর মশিউর, টেন ইস্ট বেঙ্গলের মেজর মীর্জা ইমরান হোসেন উপস্থিত ছিলেন।

সোমবার সকাল ১১ টা থেকে শুরু হয়ে মেডিকেল ক্যাম্প চলে বিকেল চারটা পর্যন্ত। সেনাবাহিনীর পক্ষ থেকে এ সময় বিনামূল্যে ঔষুধ, হ্যান্ড সেনিটাইজার, মাস্ক ও খাদ্য সহায়তা প্রদান করা হয়। দিনব্যাপী এই মেডিক্যাল ক্যাম্পে ৭ জন চিকিৎসক ও ৬ জন নার্স চিকিৎসা সেবা প্রদান করেন।