Opu Hasnat

আজ ১৪ আগস্ট শুক্রবার ২০২০,

ব্রেকিং নিউজ

করোনায় কর্মহীন ভিডিও শ্রমিক : রাজবাড়ীতে প্রনোদনার দাবীতে মানববন্ধন রাজবাড়ী

করোনায় কর্মহীন ভিডিও শ্রমিক : রাজবাড়ীতে প্রনোদনার দাবীতে মানববন্ধন

রাজবাড়ীতে আর্থিক প্রনোদনা ও সুদমুক্তঋনের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসুচী পালন করেছে রাজবাড়ী জেলা ভিডিও এসোসিয়েশন।

রবিবার সকালে রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে সড়কে একঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসুচীতে বক্তৃতা করেন, রাজবাড়ী জেলা ভিডিও এসোসিয়েশনের সভাপতি মিলন কুমার দে, সাধারন সম্পাদক গাজী মোঃ ইকবাল পলাশ প্রমুখ।

বক্তারা এ সময় বলেন, করোনা ভাইরাসের কারনে গত ২৫ মার্চ থেকে সব ধরনের সামাজিক অনুষ্ঠান (বিয়ে, জন্মদিন, সুন্নত খাৎনা, সরকারী ও বেসরকারী) অনুষ্ঠান বন্ধ থাকায় জেলার অন্তত দেড় শত ভিডিও শ্রমিক বেকার হয়ে পরেছে। আয় রোজগার বন্ধ থাকায় এসব শ্রমিকদের পরিবার এখন মানবেতর জীবন কাটাচ্ছে। তাই আর্থিক প্রনোদনা ও সুদমুক্তঋনের জোর দাবী জানান তারা।

পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন রাজবাড়ী জেলা ভিডিও এসোসিয়েশনের নেতা কর্মীরা

এই বিভাগের অন্যান্য খবর