Opu Hasnat

আজ ১৪ আগস্ট শুক্রবার ২০২০,

করোনায় গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ ৫৫ প্রাণহানী, আক্রান্ত ২৭৩৮, সুস্থ ১৯০৪ স্বাস্থ্যসেবা

করোনায় গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ ৫৫ প্রাণহানী, আক্রান্ত ২৭৩৮, সুস্থ ১৯০৪

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৫৫ জনের প্রাণহানী হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ২,০৫২ জন। আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ২,৭৩৮ জন। ফলে করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ১৬২,৪১৭ জন। এ সময় সুস্থ হয়েছেন ১,৯০৪ জন এবং মোট সুস্থ হয়েছেন ৭২,৬২৫ জন।

রবিবার (০৫ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এদিকে, করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয় বুলেটিনে।

এই বিভাগের অন্যান্য খবর