Opu Hasnat

আজ ৪ আগস্ট মঙ্গলবার ২০২০,

বিয়ের দাবীতে প্রবাসী প্রেমিকার প্রেমিকের বাড়ীতে অবস্থান! নাটোর

বিয়ের দাবীতে প্রবাসী প্রেমিকার প্রেমিকের বাড়ীতে অবস্থান!

নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের চৌমুহনী গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকা রুবিয়া আক্তার (২৫) প্রেমিক মুস্তাফিজুর রহমান ফায়জুল (২৮) এর বাড়িতে অবস্থান করে আসছে।

প্রেমিকা রুবিয়া আক্তার জেলা কুমিল্লা থানা লাকসাম সাতবাড়িয়া গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে। রুবিয়া জানান, আমি একজন প্রবাসী মেয়ে জর্ডানে চাকরি করা অবস্থায় মুস্তাফিজুরের সাথে আমার ফোনে সম্পর্ক তৈরি হয়। একপর্যায়ে বিয়ের জন্য আমি জর্ডান থেকে দেশে চলে আসি। আসার পরে বিয়ের প্রলোভন দিয়ে বিভিন্ন স্থানে বেড়াতে গিয়ে দৈহিক সম্পর্ক গড়ে তোলেন, মোস্তাফিজুর কে বিয়ের কথা বললে সে অনেক তালবাহানা শুরু করে আমার সাথে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে। একপর্যায়ে নিরুপায় হয়ে নাটোরে চলে আসি। মুস্তাফিজুরের বাড়িতে অবস্থান করার সাথে সাথে তার বাড়ির লোকজন আমাকে ঘর থেকে বের করে দেওয়ার চেষ্টা করে।

তিনি আরও জানান, মুস্তাফিজুরের সাথে আমার বিয়ে হবে, নতুবা এই বাড়ি থেকে কখনো বের হবো না।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাস জানান, এ বিষয়ে মেয়েটির যদি থানায় অভিযোগ করে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।