Opu Hasnat

আজ ১৪ আগস্ট শুক্রবার ২০২০,

যশোর-৬ ও বগুড়া-১ আসনের উপ-নির্বাচন ১৪ জুলাই জাতীয়

যশোর-৬ ও বগুড়া-১ আসনের উপ-নির্বাচন ১৪ জুলাই

যশোর-৬ ও বগুড়া-১ আসনের উপ-নির্বাচন আগামী ১৪ জুলাই অনুষ্ঠিত হবে। শনিবার (৪  জুলাই) বিকালে নির্বাচন কমিশন (ইসি) সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসির সিনিয়র সচিব মো. আলমগীর এই তথ্য জানান।

সভায় প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে ৪ নির্বাচন কমিশনার ও সিনিয়র সচিব উপস্থিত ছিলেন।

ইসি সচিব বলেন, ‘করোনায় স্বাস্থ্যবিধি মেনে আগামী ১৪ জুলাই এই দুই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।’

এর আগে ২৯ মার্চ এই দুই আসনে উপনির্বাচন হওয়ার কথা ছিল। করোনার  কারণে নির্ধারিত তারিখের সপ্তাহখানেক আগে নির্বাচন স্থগিতের ঘোষণা দেয় ইসি। 

উল্লেখ্য, চলতি বছরের ১৮ জানুয়ারি বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান এবং ২১  জানুয়ারি যশোর-৬ আসনের  সংসদ সদস্য  ইসমাত আরা সাদেক  মৃত্যুবরণ করেন। তাদের মৃত্যুতে  এই আসন শূন্য ঘোষণা করা হয়।