Opu Hasnat

আজ ১৪ আগস্ট শুক্রবার ২০২০,

ডিপিডিসি’র ৪ প্রকৌশলী বরখাস্ত, ৩৬ জনকে শোকজ জাতীয়

ডিপিডিসি’র ৪ প্রকৌশলী বরখাস্ত, ৩৬ জনকে শোকজ

ভুতুড়ে বিদ্যুৎ বিলের অভিযোগে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) এর ৪ জন প্রকৌশলীকে বরখাস্ত করা হয়েছে।  এছাড়া ৩৬ জন প্রকৌশলীকে শোকজ করা হয়েছে।  তাদের ১০ দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে।

শনিবার (৪ জুলাই)  এ তথ্য নিশ্চিত করেছেন ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান।

বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর বিরদ্ধে গত দুই মাস ধরে অতিরিক্ত বিলের অভিযোগ আসছিল।  এ কারণে গত ২৫ জুন দুটি তদন্ত কমিটি গঠন করে বিদ্যুৎ বিভাগ। সাত দিন সময় দিয়ে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়।  

বৃহস্পতিবার (২ জুলাই) সেই সাত দিন সময় শেষ হয়। এর মধ্যে সবচেয়ে বেশি অভিযোগ আসে ডিপিডিসির বিরুদ্ধে।  ডিপিডিসি এই ঘটনা তদন্তে নির্বাহী পরিচালককে (আইসিটি) প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি করে।  

শুক্রবার (৩ জুলাই) রাতে এই কমিটি তাদের প্রতিবেদন জমা দেয়। এই প্রতিবেদনের ওপর ভিত্তি করে সিদ্ধান্তগুলো নেয় ডিপিডিসি কর্তৃপক্ষ।