Opu Hasnat

আজ ১৪ আগস্ট শুক্রবার ২০২০,

মাগুরায় নন এমপিও শিক্ষক ও কর্মচারীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার চেক বিতরণ মাগুরা

মাগুরায় নন এমপিও শিক্ষক ও কর্মচারীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার চেক বিতরণ

প্রধানমন্ত্রীর বরাদ্ধকৃত উপহারের চেক মাগুরা জেলার সদর উপজেলার ২৯ টি নন এম পি ও ভুক্ত শিক্ষক ও কর্মচারীদের মাঝে আজ বিতরণ করেছেন সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। করোনা পরিস্থিতির কারনে ক্ষতিগ্রস্থ নন এম পি ও ভুক্ত হাইস্কুলের শিক্ষক ও কর্মচারীদের সহায়তার লক্ষে প্রধানমন্ত্রীর তহবিল থেকে এই উপহারের চেক বরাদ্ধ করা হয়। 

মাগুরা সদর উপজেলা পরিষদ আয়োজিত এ চেক বিতরন অনুষ্ঠান শেখ কামাল ইনডোর ষ্টেডিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে সভপতিত্ব করেন মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম। মাগুরা জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, উপজেলা নির্বাহী কর্মকর্ত আবু সুপিয়ান ও স্থানীয় নেতৃবৃন্দ এ অনুষ্টানে বক্তৃতা করেন। 

মাগুরা সদর উপজেলার বিভিন্ন স্থানের ২৯ টি হাই স্কুলের ২৭০ জন শিক্ষক ও কর্মচারীদের মাঝে মোট ১১ লক্ষ ৭০ হাজার টাকার উপহারের চেক প্রদান করা হয়। চেক বিতরন অনুষ্ঠানে শিক্ষকদের মাঝে ৫০০০ টাকা ও কর্মচারীদের মাঝে ২৫০০ টাকার চেক প্রদান করা হয়।

এই বিভাগের অন্যান্য খবর