Opu Hasnat

আজ ১৪ আগস্ট শুক্রবার ২০২০,

পাইকগাছায় জুয়া খেলার সময় ৬ জুয়াড়ী আটক খুলনা

পাইকগাছায় জুয়া খেলার সময় ৬ জুয়াড়ী আটক

পাইকগাছায় জুয়া খেলার সময় পুলিশ ৬ জুয়াড়ীকে টাকা, তাস ও সরঞ্জামসহ আটক করেছে। বৃহস্পতিবার রাত ১১টায় উপজেলার গড়ইখালীর ফকিরাবাদ গ্রামের মনি শেখের বাড়ীতে জুয়াড়ীরা জুয়া খেলছিল। সংবাদ পেয়ে, বাইনবাড়িয়া ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই প্রকাশ চন্দ্র সরকার ঘটনাস্থলে অভিযান চালিয়ে ফকিরাবাদ গ্রামের জব্বার শেখের ছেলে মনি শেখ, মৃত আফিল সরদারের ছেলে সাত্তার সরকার, মৃত আমজেদ সানার ছেলে হান্নান সানা, মিজানুর সরদারের ছেলে আসাদুল সরদার, মোজাফফার সানার ছেলে মফিজুল সানা ও বারিক গাইনের ছেলে সাফায়েত গাইনকে আটক করে। 

এ সময় ইসহাক মোড়লের ছেলে খানজু মোড়ল, আমজেদ সানার ছেলে মামুন সানা, মান্দার সরদারের ছেলে শহিদুল সরদার পালিয়ে যায় বলে ধৃতরা পুলিশকে জানিয়েছে। ওসি এজাজ শফী জানান, জুয়াড়ীদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ঘটনাস্থল থেকে টাকা, তাস সহ জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।