Opu Hasnat

আজ ১৯ মার্চ মঙ্গলবার ২০২৪,

রাজবাড়ীর পদ্মায় জেলের জালে ২৫ কেজির কাতল রাজবাড়ী

রাজবাড়ীর পদ্মায় জেলের জালে ২৫ কেজির কাতল

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে বিশাল আকৃতির একটি কাতল মাছ ধরা পরেছে। পরে ওজন দেওয়ার পর দেখা যায় মাছটির ওজন ২৫ কেজি ৩ শত গ্রাম।

দৌলতদিয়া ফেরিঘাটের শাকিল সোহান মৎস্য আড়তের প্রোপাইটর মোঃ শাজাহান মিয়া সম্রাট জানান, পদ্মা ও যমুনার মোহনায় জাল ফেলে স্থানীয় নিরাঞ্জন হলদার। এ সময় তার জালে বিশাল আকৃতির এই কাতল মাছটি ধরা পরে। মাছটি শাকিল সোহান মৎস্য আড়তে আনা হলে মাছ ব্যাবসায়ী নুরু ব্যাপারী ১৬’শ টাকা কেজি দরে মোট ৪০ হাজার টাকায় কিনে পরে ঢাকার এক শিল্পপতির কাছে ১৭ শত টাকা কেজি দরে ৪২ হাজার ৫শত টাকায় বিক্রি করেন।

শাকিল সোহান মৎস্য আড়তের প্রোপাইটর মোঃ শাজাহান মিয়া সম্রাট আরো জানান, বর্ষার এই মৌসুমে নদীতে প্রচুর পানি থাকায় বড় মাছগুলো এখন কিনারার দিকে আসছে যে কারনে মাঝে মধ্যেই এ ধরনের বড় বড় মাছধরা পরছে। কেউ যদি বড় মাছ কেনার আগ্রহ প্রকাশ করে তবে (০১৭১২-২৯৩৩৮০-শাজাহান মিয়া সম্রাট) এই নম্বরে যোগাযোগ করলে দরদাম ঠিক হওয়ার পর বাংলাদেশের যে কোন স্থানে মাছ পৌছে দেওয়া হবে।