Opu Hasnat

আজ ১৪ আগস্ট শুক্রবার ২০২০,

ব্রেকিং নিউজ

সিংগাইরে যোগী খালের দেয়াল অপসারণে সরকারি নির্দেশ উপেক্ষিত! মানিকগঞ্জ

সিংগাইরে যোগী খালের দেয়াল অপসারণে সরকারি নির্দেশ উপেক্ষিত!

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার মানিকনগর-সিরাজপুর সড়কের মাধবপুর এলাকায় যোগী খালের ওপর নির্মিত ব্রীজ বন্ধ করে দেয়াল নির্মাণ করেন সুজন মেটাল ইন্ডাষ্ট্রিজের কর্ণধার দেওয়ান তমিজ উদ্দিন (তজু কোম্পানী)। এ নিয়ে ‘টাইমটাচ নিউজ ডটকম’ নিউজ পোর্টালসহ বিভিন্ন গণমাধ্যমে স্বচিত্র সংবাদ প্রকাশিত হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে। গত ১৫ জুন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মেহের নিগার সুলতানা ঘটনাস্থলে যান। পরিমাপ শেষে লাল নিশান লাগিয়ে পানি প্রবাহ ঠিক রাখতে ব্রীজের অংশের খালের মধ্যে নির্মিত দেয়াল ৭ কর্ম দিবসের মধ্যে অপসারণের নির্দেশ দেন।

সুত্রমতে, গত ২৪ জুন প্রশাসনের বেঁধে দেয়া সময় শেষ হয়েছে। দখলদার তজু কোম্পানী প্রশাসনের নির্দেশকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে নির্মিত দেয়াল অপসারণ থেকে বিরত রয়েছেন। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, খালটির পানি প্রবাহ বন্ধ হয়ে গেলে নোয়াদ্দা, ওয়াইজনগর, মানিকনগর, শ্যামনগর, সায়েস্তা ও মাধবপুর চকের হাজারো বিঘা ফসলি জমিসহ বিশাল এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হবে। কৃষক বঞ্চিত হবে ফসল উৎপাদন থেকে। যার প্রভাব পড়বে ওই পরিবারগুলোতে। 

সরেজমিনে শনিবার (৪ জুন) সকালে দেখা গেছে, খালটিতে ইতিমধ্যে বর্ষার পানি প্রবেশ করেছে। দেয়ালের  কারণে পানি প্রবাহ বাধাগ্রস্থ হচ্ছে। এলাকাবাসি খালের মধ্যে নির্মিত দেয়ালটি দ্রুত অপসারণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।  অভিযুক্ত দেওয়ান তমিজ উদ্দিন (তজু কোম্পানী) বলেন, আমি মৌখিক কথায় দেয়াল ভাঙ্গবো না। আমাকে নোটিশ দিতে হবে। সাত কর্ম দিবস প্রসঙ্গে তিনি বলেন, কোথায় পেয়েছেন এটা। মুখে মুখে কার, কিসের কর্মদিবস। সরকার আমার দেয়াল ভেঙ্গে দিক।

চান্দহর ইউপি চেয়ারম্যান মোঃ শওকত হোসেন বাদল বলেন, এগুলোর মধ্যে আমাকে জড়াবেন না। প্রশাসন যেটা ভাল মনে করবেন সেটাই হবে। 

এ ব্যাপারে সিংগাইর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মেহের নিগার সুলতানা বলেন, বেঁধে দেয়া সময়ে খালের মধ্যে নির্মিত দেয়াল অপসারণ না করলে যথাযথ আইনী প্রক্রিয়ার মাধ্যমে উচ্ছেদ করা হবে।