Opu Hasnat

আজ ৪ আগস্ট মঙ্গলবার ২০২০,

পানিসম্পদ প্রতিমন্ত্রী করোনায় আক্রান্ত জাতীয়

পানিসম্পদ প্রতিমন্ত্রী করোনায় আক্রান্ত

পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সম্প্রতি জাতীয় সংসদে পরীক্ষা করানোর পর বরিশাল-৫ আসনের এ সংসদ সদস্যের করোনা পজিটিভ রিপোর্ট আসে।

বৃহস্পতিবার পানিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আসিফ আহমেদ এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘করোনা পজিটিভ রিপোর্ট আসার পর থেকে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বারিধারার নিজ বাসায় আইসোলেশনে আছেন। তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ সেবন করছেন।’

তিনি আরও বলেন, ‘প্রতিমন্ত্রী বাসা থেকেই মন্ত্রণালয়ের কার্যক্রমের খোঁজখবর রাখছেন। দ্রুত সুস্থতার জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।’