Opu Hasnat

আজ ৪ আগস্ট মঙ্গলবার ২০২০,

পথচারী, রিক্সা-ভ্যান চালক ও যাত্রীদের মাঝে এমপি কুদ্দুসের মাস্ক বিতরণ নাটোর

পথচারী, রিক্সা-ভ্যান চালক ও যাত্রীদের মাঝে এমপি কুদ্দুসের মাস্ক বিতরণ

নাটোর জেলার  বড়াইগ্রাম ও গুরুদাসপুর  আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক আব্দুল কুদ্দুস করোনার এই মহামারী থেকে নিজের সংসদীয় আসনের মানুষদের রক্ষায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত  বাড়ি বাড়ি এবং হাট-বাজারের দোকানদারসহ সকল শ্রেণি পেশার মানুষদের মাঝে সচেতনতা তৈরি ও মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, টিস্যুসহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী বিতরণ করে চলেছেন। এবং এই মহামারী করোনার সময় তার একমাত্র সন্তান আসিফ আবদুল্লাহ বীন কুদ্দুসও মানুষকে সর্বোচ্চ সহায়তা করে যাচ্ছেন।

সাংসদ বলেন, আমি যত সময় সুস্থ আছি গুরুদাসপুর  ও বড়াইগ্রামের জনগণের পাশে থাকবো।