Opu Hasnat

আজ ১৬ এপ্রিল মঙ্গলবার ২০২৪,

সিংগাইরে সবজির সাথে শত্রুতা! কৃষি সংবাদমানিকগঞ্জ

সিংগাইরে সবজির সাথে শত্রুতা!

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের নয়াপাড়া গ্রামে রাতের আঁধারে এক সবজি চাষীকে সর্বনাশ করেছে  দুস্কৃতিকারীরা। ক্ষতিগ্রস্ত সবজি চাষী মোঃ আয়নাল মোল্লা ওই গ্রামের মৃত হায়েত আলী মোল্লার পুত্র।

জানা গেছে, মঙ্গলবার (৩০জুন) দিবাগত রাতে দুস্কৃতিকারীরা আয়নালের লীজ নেয়া ২৭শতাংশ জমির ধুন্দল গাছ গোড়া থেকে কেটে ফেলেছে। এতে বিনা মেঘে যেন বজ্রপাত হয়েছে সবজি চাষী আয়নালের।

আয়নাল মোল্লা বলেন, এ বছর আমি নিজস্ব এবং অন্যের জমি অর্থের বিনিময়ে দীর্ঘমেয়াদী চুক্তিতে নিয়ে প্রায় ৫ বিঘা জমিতে বিভিন্ন ধরনের সবজির চাষ করেছি । সবজির উৎপাদন ভালো হলেও করোনা পরিস্থিতির কারণে ভালো দাম না পেয়ে আমি ক্ষতির সম্মুখীন । তার মধ্যে আবার মরার উপর খরার ঘাঁ। ২৭শতাংশ জমির ধুন্দলের মাচা থেকে প্রায় ৫০ হাজার টাকার  ধুন্দল বিক্রি করেছি। আরো প্রায় ৫০ হাজার টাকার ধুন্দল বিক্রি করা যেত। কিন্তু আমি কিছুই বুঝতে পারছিনা কে বা কারা আমার এমন সর্বনাশ করলো। এ বিষয়ে তিনি বুধবার (১ জুলাই) রাতে সিংগাইর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলেও জানান।

এ ব্যাপারে সিংগাইর থানার ওসি আব্দুস সাত্তার মিয়া বলেন, অভিযোগের বিষয় তদন্ত করে আইন অনুযায়ী  ব্যবস্থা গ্রহন করা হবে।