Opu Hasnat

আজ ৫ আগস্ট বুধবার ২০২০,

ব্রেকিং নিউজ

সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্থ ৫৫০ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ সুনামগঞ্জ

সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্থ ৫৫০ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ

সম্প্রতি গত কয়েকদিনের টটানা অবিরাম বৃষ্টিপাতের ফল সৃষ্ট বন্যায় সুনামগঞ্জ পৌর শহরের ওয়েজখালী, কালিপুর, গণিপুর ও হাছস বসতে বন্যায় ক্ষতিগ্রস্থ ৫৫০টি পরিবারের মাঝে মুড়ি, চিড়া, গুড়, মোমবাতি, দিয়াশলাই, বিশুদ্ধকরণ ট্যাবলেট, ওরস্যালাই ও মোমবাতি বিতরণ করা হয়েছে। 

বুধবার (১ জুলাই) দুপরে নৌকাযোগে ঐ সমস্ত এরাকার পানিবন্দী মানুষজনের মধ্যে শুকনো খাবার বিতরণ করেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র হোসেন আহমদ রাসেল, ৫নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম সাবেরীন সাবু, পৌর আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ মোজাহের আলী, দপ্তর সম্পাদক লিটন সরকার ও ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আজুজুর রহমান প্রমুখ। 

সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত বলেছেন, এই প্রাণঘাতি করোনা ভাইরাসের মাঝেও  টানা অবিরাম বৃষ্টিপাতে সুনামগঞ্জ পৌর শহরে সৃষ্ট বন্যায় অধিকাংশ মানুষজন এখনো পানিবন্দী অবস্থায় দিনপযাপন করছেন। তিনি একজন জনপ্রতিনিধি হিসেবে এবং  সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও জেলা প্রশাসন ও পৌরসভার সহযোগিতায় সকল কাউন্সিলর মিলে ক্ষতিগ্রস্থদের মধ্যে শুকনো খাবার বিতরণ করে যাচ্ছেন। যতদিন পর্যন্ত এই বন্যার পানি না কমবে ততোদিন পর্যন্ত তাদের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও মেয়র নাদের বখত আশ্বাস দেন। 

এই বিভাগের অন্যান্য খবর