Opu Hasnat

আজ ১৬ এপ্রিল মঙ্গলবার ২০২৪,

রাজবাড়ীর পদ্মায় জেলের জালে বিশাল আকৃতির বাগাড় রাজবাড়ী

রাজবাড়ীর পদ্মায় জেলের জালে বিশাল আকৃতির বাগাড়

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে বিশাল আকৃতির একটি বাগাড় মাছ ধরা পড়েছে। পরে মাছটিকে ওজন দিয়ে দেখা গেছে তার ওজন এক মন সাড়ে তিন কেজি। মাছটিকে এক নজর দেখতে ভীড় করে স্থানীয়রা।

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাটের সুমাইয়া মৎস্য আড়তের প্রোপ্রাইটর মোঃ সোহেল মোল্লা বলেন, মঙ্গলবার বিকেলে দৌলতদিয়ায় পদ্মা ও যমুনার মোহনায় জাল ফেলে পাবনা জেলার জেলে অমিত হলদার। এরপর সন্ধ্যায় তার জালে বিশাল আকৃতির বাগাড় মাছটি ধরা পরে। 

তিনি বলেন, ৪৩ কেজি ৫ শত গ্রাম ওজনের মাছটিকে এক হাজার ২০ টাকা কেজি দরে মোট ৪৪ হাজার ৩৭০ টাকায় কেনার পর মাছটি বুধবার সকালে ঢাকার মগবাজার এলাকার এক শিল্পপতির কাছে ১ হাজার ১৫০ টাকা কেজি দরে মোট ৫০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

সুমাইয়া মৎস্য আড়তের প্রোপ্রাইটর মোঃ সোহেল মোল্লা আরো বলেন, পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় এখন মাঝে মধ্যেই এমন বড় মাছ ধরা পরছে। যদি কেউ বড় মাছ কিনতে ইচ্ছুক থাকেন তবে আমার মোবাইল নম্বর (০১৭৩১-৬১৭১২৯) ফোন দিলে দরদাম ঠিক হলে বাংলাদেশের যে কোন প্রান্তে পৌঁছে দেওয়া যাবে।