Opu Hasnat

আজ ৫ আগস্ট বুধবার ২০২০,

সুন্দরগঞ্জে ধর্ষক ইউনুস আলীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন গাইবান্ধা

সুন্দরগঞ্জে ধর্ষক ইউনুস আলীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

এল.এন.শাহী, গাইবান্ধা থেকে : গাইবান্ধার সুন্দরগঞ্জে গৃহকর্মী ও আপন চাচাতো ভাতিজিকে ধর্ষণকারী গাইবান্ধা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক ইউনুস আলীকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবীতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও সচেতন এলাকাবাসী।

মঙ্গলবার (৩০জুন) সকালে পৌরশহরের কাঁঠালতলী নামক মোড়ে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন, নদী বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের নেতা ছাদেকুল ইসলাম দুলাল, আওয়ামী লীগ নেতা- এটিএম মাসুদ-উল ইসলাম চঞ্চল, বাসদ (মার্কসবাদী) উপজেলা আহ্বায়ক- বীরেন চন্দ্র শীল, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট'র জেলা সংগঠক শামীম আরা মিনা, নির্যাতিতার বাবা, মা, শিক্ষানবিশ আইনজীবী রুমন বসুনিয়া প্রমুখ।

বক্তাগণ অবিলম্বে সুষ্ঠ তদন্ত সাপেক্ষে ধর্ষণকারী শিক্ষক ইউনুস আলীকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিদ্যালয় থেকে তাকে বহিষ্কারের দাবী জানান।