Opu Hasnat

আজ ১৪ আগস্ট শুক্রবার ২০২০,

ব্রেকিং নিউজ

মিলন আহবায়ক ও হারুন সদস্য সচিব

কালকিনি উপজেলা রিপোর্টার্স ইউনিটির কমিটি ঘোষনা মিডিয়ামাদারীপুর

কালকিনি উপজেলা রিপোর্টার্স ইউনিটির কমিটি ঘোষনা

মাদারীপুরের কালকিনি উপজেলা রিপোর্টার্স ইউনিটির আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। মঙ্গলবার সকালে এ কমিটি ঘোষনা করা হয়।

এতে আহবায়ক এইচ এম মিলন (দৈনিক যুগান্তর-একাত্তর টেলিভিশন) ও সদস্য সচিব ম,ম হারুন অর-রশিদ (আনন্দ টিভি/দৈনিক ভোরের দর্পন) নির্বাচিত হয়েছেন। এ ছাড়া যুগ্ন আহবায়ক মোঃ জাফরুল হাসান (দৈনিক জনকন্ঠ), যুগ্ন আহবায়ক মোঃ নাসিরউদ্দিন ফকির লিটন (দৈনিক ঢাকা প্রতিদিন), যুগ্ন সদস্য সচিব আবরি হাসান পারভেজ (দৈনিক বাংলাদেশের খবর), মাসুদ আহম্মেদ কাইউম (দৈনিক বাংলাদেশের আলো), সদস্য মোঃ সেন্টু তালুকদার (দৈনিক ভোরের কাগজ/সময়ের আলো), মোঃ আশরাফুর রহমান হাকিম (দৈনিক সংবাদ), মোঃ রমিজ আল মাহমুদ (দৈনিক মাদারীপুরসংবাদ), মোঃ আতিকুর রহমান আজাদ (দৈনিক প্রতিদিনের সংবাদ/নবচতেনা), মোঃ মহিউদ্দিন বাবু (দৈনিক আজকের প্রত্যাশা), সৈয়দ শামিম (আলোকিত সময়) ও সৈয়দ রাকিবুল ইসলাম (দৈনিক আমার র্বাতা) নির্বাচিত হয়েছে।