Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

দামুড়হুদায় এনজিওর টাকা পরিশোধ করতে না পেরে আত্মহত্যা চুয়াডাঙ্গা

দামুড়হুদায় এনজিওর টাকা পরিশোধ করতে না পেরে আত্মহত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভার শ্যামপুরে এনজিওর টাকা পরিশোধ না করতে পারে বিষপানে আত্মহত্যা করে আলি হাসেম (৩৬) নামে এক যুবক। নিহত হাসেম আলী উপজেলার শ্যামপুর গ্রামের মৃত পঞ্চ শেখের ছেলে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
  
জানা যায়,  জেলার দর্শনা পৌরসভার শ্যামপুর গ্রামের মৃত পঞ্চ শেখের ছেলে হাসেম এনজিও থেকে লোন নেয়। সোমবার বিকালে  টাকার কিস্তি পরিশোধের জন্য এনজিও কর্মকর্তারা তাঁর বাড়িতে আসে এবং চাপ প্রয়োগ  করলে টাকা দিতে ব্যার্থ হয়। এতে তিনি লজ্জায় ও ক্ষোভে সন্ধ্যায় নিজ বসতঘরে সবার অজান্তে বিষপান করে। তাঁকে উদ্ধার করে স্থানীয় চুয়াডাঙ্গা হাসপতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে মঙ্গলবার সকালে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। এরপর তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।