Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

ডুবে যাওয়া লঞ্চ ‘মর্নিং বার্ড’ উদ্ধার, ভিতরে মিললো আরো এক লাশ জাতীয়

ডুবে যাওয়া লঞ্চ ‘মর্নিং বার্ড’ উদ্ধার, ভিতরে মিললো আরো এক লাশ

বুড়িগঙ্গায় ডুবে যাওয়া লঞ্চ ‘মর্নিং বার্ড’ মাঝনদীর তলদেশ থেকে তীরে টেনে আনা হয়েছে। লঞ্চটি উপুড় হয়ে আছে পানিতে। 

মঙ্গলবার (৩০ জুন) বেলা ১২টার দিকে বিআইডব্লিউটিএ’র দূরন্ত জাহাজ লঞ্চটিকে রশি দিয়ে বেঁধে তীরে নিয়ে আসে।

বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর গোলাম সাদিক বলেন, ক্রেনবাহী জাহাজ আসতে না পারায় দূরন্ত জাহাজ দিয়ে টেনে লঞ্চটিকে তীরে আনা হয়েছে।

এদিকে, লঞ্চডুবির ঘটনায় দ্বিতীয় দিনের তল্লাশিতে আরও একটি মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাসেল শিকদার জানান, মঙ্গলবার দুপুর ১টার দিকে বুড়িগঙ্গায় ডুবে থাকা লঞ্চটিল ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক পুরুষের মৃতদেহ উদ্ধার করেন তাদের ডুবুরিরা।

এ নৌ দুর্ঘটনায় এ র্যন্ত ৩৩ জনের মৃতদেহ উদ্ধার করা হলো। এর আগে পাওয়া ৩২ জনের লাশ পরিচয় শনাক্তের পর সোমবারই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, গতকাল সোমবার মুন্সীগঞ্জ কাঠপট্টি থেকে ৫০ যাত্রী নিয়ে লঞ্চটি ঢাকায় আসছিল। সকাল সাড়ে ৯টার দিকে ফরাশগঞ্জ ঘাটসংলগ্ন কুমিল্লা ডক এরিয়ায় ময়ূর-২ লঞ্চ পেছনের দিকে ধাক্কা দিলে মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়। সোমবার রাত ৮টা পর্যন্ত পুরুষ, নারী ও শিশুসহ ৩২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর পর মঙ্গলবার দুপুরে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট ৩৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।