Opu Hasnat

আজ ৫ জুলাই রবিবার ২০২০,

সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্থ ৩ হাজার পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ সুনামগঞ্জ

সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্থ ৩ হাজার পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ

সুনামগঞ্জ পৌর শহরে বন্যায় ক্ষতিগ্রস্থ ১৮টি প্লাট সেন্টারে ৩ হাজার পরিবারের মাঝে মুড়ি, চিড়া, গুড় বিশুদ্ধকরণ ট্যাবলেট, ওর স্যালাইন ও মোমবাতি বিতরণ করা হয়েছে। সোমবার দুপরে এই সমস্ত শুকনো খাবার বিতরণ করেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র হোসেন আহমদ রাসেল, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ শোয়েব আহমদ চৌধুরী, পৌর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক লিটন সরকার, স্বেচ্ছাসেবকলীগ নেতা আফজাল হোসেন প্রমুখ। 

সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত বলেছেন, এই প্রাণঘাতি করোনা ভাইরাসের আগ্রাসনের মাঝেই গত কয়েকদিনের টানা অবিরাম বৃষ্টিপাতে সুনামগঞ্জ পৌর শহর নদীতে পরিণত হয়েছে। ফলে শহরের প্রতিটি বাসাবাড়িতে পানি ঢুকে পড়ায় অনেকেই বাসা বাড়ি ছেড়ে ১৮টি আশ্রয় কেন্দ্রে তাদের আনা হয়েছে।  তাদের জন্য সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও জেলা প্রশাসন ও পৌরসভার সহযোগিতায় সকল কাউন্সিলর মিলে ক্ষতিগ্রস্থদের সহযোগিতা করা হচ্ছে এবং যতদিন পর্যন্ত এই বন্যার পানি না কমবে ততোদিন পর্যন্ত তাদের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও মেয়র নাদের বখত আশ্বাস দেন। 

এই বিভাগের অন্যান্য খবর