Opu Hasnat

আজ ৫ জুলাই রবিবার ২০২০,

করোনায় গত ২৪ ঘন্টায় আরও ৪৫ প্রাণহানী, আক্রান্ত ৪০১৪, সুস্থ ২০৫৩ স্বাস্থ্যসেবা

করোনায় গত ২৪ ঘন্টায় আরও ৪৫ প্রাণহানী, আক্রান্ত ৪০১৪, সুস্থ ২০৫৩

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪৫ জনের প্রাণহানী হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ১,৭৮৩ জন। আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৪,০১৪ জন। ফলে করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ১৪১,৮০১ জন। এ সময় সুস্থ হয়েছেন ২,০৫৩ জন এবং মোট সুস্থ হয়েছেন ৫৭,৭৮০ জন।

সোমবার (২৯ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এদিকে, করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয় বুলেটিনে।