Opu Hasnat

আজ ৫ জুলাই রবিবার ২০২০,

সুনামগঞ্জ বন্যায় ক্ষতিগ্রস্থ দুই শতাধিক পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ সুনামগঞ্জ

সুনামগঞ্জ বন্যায় ক্ষতিগ্রস্থ দুই শতাধিক পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ

গত কয়েকদিনের টানা বৃষ্টিপাতের ফলে সুনামগঞ্জ পৌর শহরে বন্যায় ক্ষতিগ্রস্থ দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। 

রোববার দুপুরে শহরের সরকারী কলেজ মাঠে তাদের সহায়তা প্রদান করেন জেলা প্রমাসক মোহাম্মদ আব্দুল আহাদ ও সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা।  এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও জেলা যুবলীগের সদস্য নুরুর ইসলাম বজলু, উপজেলা ভাইস চেয়ারম্যান এড. মোঃ আবুল হোসেন, পৌর কাউন্সিলর মোঃ ফয়জুন নুর প্রমুখ। 

সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার বলেছেন এই উপজেলার ৯টি ইউনিয়নে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। তাই পর্যায়ক্রমে বন্যায় ক্ষতিগ্রস্থ সবগুলো পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা প্রদান করার অংশ হিসেবে সুনামগঞ্জ সরকারী কলেজে আশ্রয় নেয়া দুই শতাধিক পরিবারকে শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। 

এই বিভাগের অন্যান্য খবর