Opu Hasnat

আজ ১৩ জুলাই সোমবার ২০২০,

গাইবান্ধায় আরও ৮ জনের শরীরে করোনা শনাক্ত গাইবান্ধা

গাইবান্ধায় আরও ৮ জনের শরীরে করোনা শনাক্ত

গাইবান্ধা থেকে এল.এন.শাহী : গাইবান্ধায় আরও ৮ জনের শরীরে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত ব্যক্তির সংখ্যা ২৫৫। গত ২৭ জুন শনিবার নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে গোবিন্দগঞ্জে ৬ ও গাইবান্ধা সদর উপজেলার ২ জন রয়েছে। 

গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয় সুত্রে এ তথ্য জানা যায়। গাইবান্ধায় করোনা আক্রান্তদের মধ্যে গোবিন্দগঞ্জ উপজেলায় ১২০ জন, গাইবান্ধা সদরে ৩৭, ফুলছড়িতে ৮, সাঘাটায় ১৬, পলাশবাড়ীতে ২৮, সুন্দরগঞ্জে ১৮ এবং সাদুল্লাপুর উপজেলায় ২৮ জন রয়েছে। করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ৮১ জন। আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে ১৬৫ জন। জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ৯ জন। তাদের মধ্যে গোবিন্দগঞ্জে ৪,গাইবান্ধা সদরে ১, সাদুল্লাপুরে ১, পলাশবাড়ীতে ২ এবং সুন্দরগঞ্জ উপজেলার ১ জনের মৃত্যু হয়েছে।

এই বিভাগের অন্যান্য খবর