Opu Hasnat

আজ ১৩ জুলাই সোমবার ২০২০,

মুকসুদপুরে ৭৫০টি মসজিদে ৩৭ লাখ টাকার চেক বিতরণ গোপালগঞ্জ

মুকসুদপুরে ৭৫০টি মসজিদে ৩৭ লাখ টাকার চেক বিতরণ

গোপালগঞ্জের মুকসুদপুরে প্রধানমন্ত্রী ঘোষিত মসজিদে আর্থিক অনুদানের ৩৭ লাখ ৫০হাজার টাকার চেক বিতরণ করছেন উপজেলা প্রশাসন ও ইসলামী ফাউন্ডশন। 

এ উপলক্ষ্যে রবিবার সকালে উপজেলা নির্বাহী কার্যলয়ের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আলী। প্রধান অতিথি ছিলেন  উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির হোসেন মিয়া। বিশেষ অতিথি হিসেবে  বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান রবিউল ইসলামা মোল্যা, ইসলামী ফাউন্ডশনের ফিল সুপার ভাইজার মাসুম বিল্লাল, কিয়া টিকার মাওলানা রহমতুল্লাহ প্রমুখ। 

পরে পৌরসভাসহ উপজেলার ১৬টি ইউনিয়নের ৭৫০টি মসজিদে ৫ হাজার টাকা করে অনুদানের চেক প্রদান করা হয়।