Opu Hasnat

আজ ২৬ এপ্রিল শুক্রবার ২০২৪,

মুকসুদপুরে কৃষকদের নগদ সহয়তা ও বিনামূল্যে বীজ বিতরণ গোপালগঞ্জ

মুকসুদপুরে কৃষকদের নগদ সহয়তা ও বিনামূল্যে  বীজ বিতরণ

গোপাগঞ্জের মুকসুদপুরে সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নগদ সহায়তা ও বিনা মূল্যে বীজ বিতরণ করা হয়েছে। ২০১৯-২০অর্থ বছরের প্রণোদানার কর্মসূচীর পারিবারিক কৃষির আওতায় সবজী পুষ্টি বাগান (কালিকাপুর মডেলের অন্তভ’ক্ত) স্থাপনের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রাান্তক কৃষকদের ও নগদ সহায়তা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বিতরণের আয়োজন করেন। 

রবিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির হোসেন মিয়া শুভ উদ্বোধন ঘোষনা করেন। উপজেলা নির্বাহী কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান রবিউল ইসলামা মোল্যা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মনিরুজ্জামান। সভায় সঞ্চালনা করেন উপজেলা উদ্ভিদ সংরক্ষন অফিসার রুহুল কুদ্দুস আহমেদ। পৌরসভাসহ উপজেলার ১৬টি ইউনিয়ন ৫৪৪ জন কৃষকদের মাঝে লাল শাক, চিচিংগা, সীম, ডাটাশাক পুইশাক, ঢেড়শ বেগুন ১৫ প্রকারের সবজি বীজ বিতরণ করা হয়।

এই বিভাগের অন্যান্য খবর