Opu Hasnat

আজ ৫ জুলাই রবিবার ২০২০,

করোনায় গত ২৪ ঘন্টায় আরও ৪৩ প্রাণহানী, আক্রান্ত ৩৮০৯, সুস্থ ১৪০৯ স্বাস্থ্যসেবা

করোনায় গত ২৪ ঘন্টায় আরও ৪৩ প্রাণহানী, আক্রান্ত ৩৮০৯, সুস্থ ১৪০৯

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪৩ জনের প্রাণহানী হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ১,৭৩৮ জন। আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৩,৮০৯ জন। ফলে করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ১৩৭,৭৮৭ জন। এ সময় সুস্থ হয়েছেন ১,৪০৯ জন এবং মোট সুস্থ হয়েছেন ৫৫,৭২৭ জন।

রবিবার (২৮ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এদিকে, করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয় বুলেটিনে।