Opu Hasnat

আজ ১৬ জুলাই বৃহস্পতিবার ২০২০,

করোনায় গত ২৪ ঘন্টায় আরও ৩৪ প্রাণহানী, আক্রান্ত ৩৫০৪, সুস্থ ১১৮৫ স্বাস্থ্যসেবা

করোনায় গত ২৪ ঘন্টায় আরও ৩৪ প্রাণহানী, আক্রান্ত ৩৫০৪, সুস্থ ১১৮৫

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৪ জনের প্রাণহানী হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ১,৬৯৫ জন। আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৩,৫০৪ জন। ফলে করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ১৩৩,৯৭৮ জন। এ সময় সুস্থ হয়েছেন ১,১৮৫ জন এবং মোট সুস্থ হয়েছেন ৫৪,৩১৮ জন।

শনিবার (২৭ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এদিকে, করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয় বুলেটিনে।