Opu Hasnat

আজ ২০ এপ্রিল শনিবার ২০২৪,

ওরা নব্য ঘষেটির ভৃত্য // মোহাম্মদ আবদুল্লাহ মজুমদার শিল্প ও সাহিত্য

ওরা নব্য ঘষেটির ভৃত্য // মোহাম্মদ আবদুল্লাহ মজুমদার

আর কতকাল থাকবে আটক
বৈষম্যতার ফাঁদে,
ফিরে দেখো নিঃস্বরা সব
তোমার পাশে কাঁদে।
তুমি না হয় তোমার মতোই
জীবন চালাও বেশ
তোমার পাশের দুর্বলেরা
তাদের ফাঁদেই শেষ।
দিনের আলোয় তারা সবার
ছায়ার মত পাশে
নিশি হলে হিংস্র হয়ে
সবার আশেপাশে।
নিশির আঁধারে কেড়ে নেয় তারা
গণমানুষের মতামত
পেশিশক্তির বলে রুদ্ধ করে
জীবনের পথ ও মত।
তারা এক নব্য ঘষেটি বেগমের চাটুকার
তারা ব্যক্তিত্বহীন, আত্মসম্মানেও নিরাকার।
ঘষেটির পা চেটে কথা বলে আবোল তাবোল
সন্ধ্যা হলে নিরাপদ আশ্রয় ঘষেটির আঁচল।
তারা চাল খায়, ডাল খায়
বাংলার খেটেখাওয়া মানুষের জীবনের রেশন খায়
নিশি হলে রাস্তার পাগলির যৌনিতে আশ্রয় চায়।
ওরা মানুষের মতামত কেড়ে নিয়ে ক্ষ্যান্ত হয় না।
এ ছাপ্পান্ন হাজার বর্গমাইল বেচে খেতে চায়
চাষির গোয়ালের গরু এনে পরকালিন নাজাত চায়।
তারা মুক্তি বোঝে না
বোঝে না মানব ইতিহাসের যুক্তি
তারা দুর্বলের কণ্ঠনালী চেপে ধরতে চায়
সবলের কাছে প্রাণ ভিক্ষা চায়।
স্রেফ ভাদ্রমাসী কুত্তার মতো
ফাঁদে আটকা পড়লে তারা প্রার্থনা করে যতো।
তারা পেশীশক্তিধারীর যাবজ্জীবন ভৃত্য
শুধু ভাদ্র মাসেই গর্জন করে নিত্য।