Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

ব্রহ্মপুত্রের পানি ৩১ সে.মি বৃদ্ধি পেয়ে অতিক্রম করলো বিপদসীমা গাইবান্ধা

ব্রহ্মপুত্রের পানি ৩১ সে.মি বৃদ্ধি পেয়ে অতিক্রম করলো বিপদসীমা

এল.এন.শাহী, গাইবান্ধা থেকে : উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও স্থানীয়ভাবে কয়েকদিনের প্রবল বর্ষণের কারণে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফুলছড়ি পয়েন্টে ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমা অতিক্রম করেছে। গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্যানুযায়ী, শুক্রবার বিকেল ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘন্টায় ফুলছড়ি পয়েন্টে ৩১ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির এ ধারা অব্যাহত থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।

এতে উপজেলার নদী বেষ্টিত চরগুলোর নিম্নাঞ্চল তলিয়ে গেছে। ফলে এসব এলাকার বসতবাড়ির লোকজন পানিবন্দি হয়ে পড়েছেন। সেইসঙ্গে পাট, পটল, কাঁচামরিচ ও শাক-সবজির ক্ষেতসহ সদ্য রোপণকৃত বীজতলা তলিয়ে গেছে। পানি বৃদ্ধির সাথে সাথে কয়েকটি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে।

উড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহাতাব উদ্দিন জানান, পানি বৃদ্ধি কারণে নিম্নাঞ্চলের বেশ কিছু এলাকার ফসলি জমি তলিয়ে গেছে। পানিবন্দি হয়ে পড়েছে অনেক মানুষ। পানি বৃদ্ধি সাথে সাথে গত কয়েকদিনের ভাঙনে উড়িয়া ইউনিয়নের উত্তর উড়িয়া ও কাবিলপুর এলাকার ৪৬টি পরিবার নদী ভাঙনের শিকার হয়েছে।