Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

দারাজের ‘ফাস্টেস্ট সেলিং’ স্মার্টফোন রিয়েলমি সিক্স আই এখন সকল স্মার্টফোন স্টোরে তথ্য ও প্রযুক্তি

দারাজের ‘ফাস্টেস্ট সেলিং’ স্মার্টফোন রিয়েলমি সিক্স আই এখন সকল স্মার্টফোন স্টোরে

বিশ্বের দ্রুতবর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি সম্প্রতি বাজারে এনেছে রিয়েলমি সিক্স আই। ই-কমার্স সাইট দারাজ ডট কমে ২২ জুন স্মার্টফোনটি নিয়ে একটি ফ্ল্যাশ সেল অনুষ্ঠিত হয়। দারাজের ফ্ল্যাশ সেলে স্মার্টফোনটি নির্ধারিত মূল্য ১৬,৯৯০ টাকার পরিবর্তে স্পেশাল অফারে ১৫,৯৯০ টাকায় বিক্রি করা হয়। ফ্ল্যাশ সেল শুরুর ২ মিনিটেরও কম সময়ের মধ্যে রিয়েলমি সিক্স আই এর এক হাজার ইউনিট অর্ডার হয়, যার ফলে ফোনটি এখন ‘২০২০ সালে দারাজে ফাস্টেস্ট সেলিং স্মার্টফোন।’ এর আগে দারাজে আরেকটি স্মার্টফোন রিয়েলমি সি টু অনলাইন সেলে রেকর্ড করেছিল। 

‘আনলিশ দ্য পাওয়ার’ স্পিরিটে রিয়েলমি সিক্স আই এখন দারাজের পাশাপাশি, পিকাবু, গ্যাজেট অ্যান্ড গিয়ার অনলাইনসহ দেশের প্রায় সকল স্মার্টফোনের দোকানে পাওয়া যাচ্ছে। স্মার্টফোন অনুরাগীরা https://www.realmebd.com লিঙ্ক থেকে তাদের নিকটস্থ স্টোর সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। মিল্ক হোয়াইট এবং গ্রীন টি- এ দুটি রঙে মাত্র ১৬,৯৯০ টাকায় রিয়েলমি সিক্স আই পাওয়া যাচ্ছে। 

বাংলাদেশে রিয়েলমি সিক্স সিরিজের প্রথম স্মার্টফোন হিসেবে রিয়েলমি সিক্স আই-এ রয়েছে ৪৮ মেগাপিক্সেল এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) কোয়াড ক্যামেরা, ১৬ মেগাপিক্সেল সুপার ক্লিয়ার সেলফি ক্যামেরা, ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সাথে ১৮ ওয়াটের কুইক চার্জ এবং শক্তিশালী হেলিও জি৮০ প্রসেসর। নতুন সব ফিচারে এই ডিভাইসটি খুব সহজেই স্মার্টফোন আগ্রহীদের মন জয় করে নেবে।

এ ব্যাপারে রিয়েলমি বাংলাদেশের ব্র্যান্ডিং ডিরেক্টর নিয়ন শি বলেন, ‘একটি ট্রেন্ডসেটিং স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে স্মার্টফোন গ্রাহকদের এমন প্রতিক্রিয়ায় আমরা খুবই আনন্দিত। দোকানে যাবার সময় গ্রাহকদের সতর্কতা অবলম্বন করার অনুরোধ করছি।’

রিয়েলমির সিক্স সিরিজের এ স্মার্টফোনে মিডিয়াটেকের শক্তিশালী হেলিও জি৮০ চিপসেট ব্যবহার করা হয়েছে যা বাংলাদেশের যেকোন স্মার্টফোনের ক্ষেত্রে প্রথম। অক্টা-কোর প্রসেসরে ২.০ গিগাহার্টজ গতিতে কাজ করার পাশাপাশি মালি-জি৫২ জিপিইউ দিবে ৯৫০ মেগাহার্টজের বুস্ট - যা গেমিং-সহ সব কাজে দেবে অনন্য পারফরম্যান্স। ফোনটিতে রয়েছে ৪ গিগাবাইট র‍্যাম এবং ১২৮ গিগাবাইটের বিশাল স্টোরেজ। 

সিক্স আই-এর পেছনে কোয়াড ক্যামেরা সেটআপে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের প্রাথমিক ক্যামেরা যা এফ/১.৮ এর বড় অ্যাপারচারে কম আলোতেও অসাধারণ ডিটেইলসে ছবি তুলতে সক্ষম। ৮ মেগাপিক্সেলের ১১৯ক্ক আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা স্বাভাবিক ফ্রেমের চেয়ে ৪ গুণ ওয়াইড ছবি তোলা যাবে। ২ মেগাপিক্সেলের সাদা-কালো পোর্ট্রেট লেন্স প্রতিটি পোর্ট্রেটে দেবে চমৎকার ব্যাকগ্রাউন্ড ব্লার এবং বোকেহ ইফেক্ট। ২ মেগাপিক্সেলের ৪ সেন্টিমিটার ম্যাক্রো লেন্স আপনাকে চারপাশের বিস্ময়কর সৌন্দর্য নতুনভাবে দেখতে অনুপ্রাণিত করবে। ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরায় এখন সেলফি হবে আরো সুন্দর। আপনার সারাদিনের স্মার্টফোনের চাহিদা পূরণে সিক্স আই-তে আছে ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি যা ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্টে ১৮ ওয়াট কুইক চার্জ এবং রিভার্স চার্জিং সমর্থন করে।