Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

আমনূরায় ২৫ টি হিন্দু পরিবারকে উচ্ছেদ, পুনর্বাসনের দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ

আমনূরায় ২৫ টি হিন্দু পরিবারকে উচ্ছেদ, পুনর্বাসনের দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জের আমনূরা-সাহানাপাড়ায় বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য রেলওয়ের জমি থেকে উচ্ছেদ করা ২৫ টি হিন্দু পরিবার পুনর্বাসনের দাবিতে মানববন্ধন করেছে। রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়। এতে আমনূরা এলাকার ওই ২৫ পরিবারের সদস্য ছাড়াও কয়েকদিন মুসলমান পরিবারের সদস্যরা অংশ নেন। একই দাবিতে তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন।

স্মারকলিপিতে বলা হয়, আমনূরা-সাহানাপাড়া এলাকায় রেলওয়ের জমিতে ২৫টি হিন্দু পরিবারসহ আরো কয়েকটি মুসলমান পরিবার বাস করতেন। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ১০০ মেগাওয়াট বিদ্যুকেন্দ্র স্থাপনের জন্য ওই জমি অধিগ্রহন করে পরিবাগুলোকে উচ্ছেদ করা হয়। এখন পর্যন্ত উচ্ছেদের শিকার পরিবারগুলো অন্যের জায়গায় কোন রকমে বাস করছেন। যাদের নিজস্ব জমি ছিল তাদের অধিগ্রহনমূল্য দেয়া হলেও এই ২৫ টি পরিবার রেলওয়ের জমিতে বাস করায় কোন অধিগ্রহনমূল্য বা কোন সহায়তা পাননি। পরিবারগুলোকে পুনর্বাসন করা না হলে আরো কর্মসূচি পালন করা হবে বলেও জাননো হয়।