Opu Hasnat

আজ ২৪ এপ্রিল বুধবার ২০২৪,

কালকিনিতে করোনাভাইরাস সচেতনতায় প্রমান্যচিত্র নির্মাণ মাদারীপুর

কালকিনিতে করোনাভাইরাস সচেতনতায়  প্রমান্যচিত্র  নির্মাণ

মাদারীপুরের কালকিনিতে করোনা ভাইরাস সচেতনতায় সামাজিক কার্যক্রম নিয়ে একটি  প্রমান্যচিত্র নির্মাণ করেছেন স্বেচ্ছাসেবী সংগঠন উপজেলার নবগ্রাম যুবসমাজ। রোববার রাতে নবগ্রাম যুব সমাজের আহবায়ক নৃপেন বৈদ্যের সঞ্চালনে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রমান্যচিত্রটির অনলাইনে প্রকাশ করে শুভ উদ্বোধন ঘোষনা করেন উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক। এ প্রমান্যচিত্রটিতে উঠে এসেছে মাদারীপুর জেলায় করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় নবগ্রাম যুবসমাজ সংগঠনটি জেলাসদরসহ সকল উপজেলায় জীবানু নাশক স্প্রে করা, প্রত্যেক বাড়ি গিয়ে করোনায় বিপদগ্রস্ত  গ্রামের পরিবারগুলোর মাঝে খাদ্য সামগ্রী পৌছে দেয়া, কৃষকের ধান কেটে ঘরে তুলে দেয়া, অসুস্থ্য ব্যক্তিদের মাঝে ওষুধ বিতরন নিশ্চিত করা, কৃষকদের সুবিধার্থে বিভিন্ন খালের কচুরী পানা পরিস্কারসহ সকল জাতীয় কার্যক্রম জাতীয় গনমাধ্যমে উঠে আসার চিত্রও তুলে ধরা হয়েছে নবনির্মিত প্রমান্যচিত্রটিতে। 

নবগ্রাম যুবসমাজের আহবায়ক নৃপেন বৈদ্য বলেন, করোনার শুরু থেকেই নবগ্রাম যুব সমাজ জেলার বিভিন্ন এলাকার সামাজিক কার্যক্রম অব্যহত রেখেছে। করোনা দেশে এখন মহামারীতে রুপ নেয়ায় আমরা মানুষের পাশে গিয়ে স্বাস্থ্যবিধি মেনে  চলার আহবান করছি। এবং বিভিন্ন সচেতনামুলক লিফলেট বিতরন কার্যক্রম চালাচ্ছি। যাতে করে মানুষ করোনা থেকে সচেতন থাকে। সে কারনে আমরা প্রমান্যচিত্র নির্মান করেছি।