Opu Hasnat

আজ ৫ জুলাই রবিবার ২০২০,

টুইটারকে বিদায় জানালেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা বিনোদন

টুইটারকে বিদায় জানালেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা

দাবাং গার্ল খ্যাত বলিউডের অভিনেত্রী সোনাক্ষী সিনহা। সালমান খানের সঙ্গে জুটি গড়ে বেশ পরিচিতি পান তিনি।

এবার নিজের টুইটার অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেত্রী। মূলত সোশ্যাল মিডিয়ায় সমালোচনা, আক্রমণ, উৎপীড়ন থেকে দূরে থাকতেই তার এই পদক্ষেপ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সোনাক্ষী লিখেছেন, নিজেকে মানসিকভাবে সুস্থ রাখতে প্রথম পদক্ষেপই হলো নেতিবাচক থেকে বিষয় থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা। আজকাল এই নেতিবাচক বিষয়গুলো টুইটারে থেকে বেশি আর কোথাও নেই। তাই আমি বিদায় নিলাম। সাময়িকভাবে আমি আমার অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করছি। বিদায়, শান্তিতে থাকুন। 

উল্লেখ্য, ২০১০ সালে সালমান খানের হাত ধরে দাবাং ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন সোনাক্ষী। প্রথম ছবিতেই শ্রেষ্ঠ নারী চরিত্রে অভিষেকের জন্য ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন তিনি। তার ব্যবসা সফল ছবির মধ্যে রাউডি রাঠোর, দাবাং ২ অন্যতম।