Opu Hasnat

আজ ২০ এপ্রিল শনিবার ২০২৪,

ফরিদপুরে রোগ ও বেটেত্ব দুর করতে ব্রি ৬২ জাতের ধান আবাদের উপর প্রদর্শনী কৃষি সংবাদফরিদপুর

ফরিদপুরে রোগ ও বেটেত্ব দুর করতে ব্রি ৬২ জাতের ধান আবাদের উপর প্রদর্শনী

ডায়রিয়া রোগসহ বেটেত্ব দুর করতে ব্রি ৬২ জাতের ধান আবাদের আহবান জানিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়। ফরিদপুর সদর উপজেলার কৈজুরি ইউনিয়নের তাম্বুলখানা গ্রামে আয়োজিত মাঠ দিবসে ব্রি ৬২ জাতের ধান আবাদে সফলতার নানা দিক তুলে ধরা হয়। 

রোববার বিকালে এসডিসি ও হারভেস্ট প্লাস বাংলাদেশ আয়োজিত ওই কৃষক সমাবেশে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বৃহত্তর ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. খসরু মিয়া।

এসডিসি’র নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসানের সভাপতিত্বে জিংক সমৃদ্ধ এ ধানের ইতিবাচক নানা দিক তুলে ধরে এসময় ফরিদপুর কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক জি.এম. আব্দুর রউফ, বাংলাদেশ রাইস রিসার্স ইনিস্টিটিউটের ভাঙ্গা অঞ্চলের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ আমির হোসেন, বারি, ফরিদপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মহিউদ্দিন, হারভেস্ট প্লাস বাংলাদেশের কৃষি গবেষনা ও উন্নয়ন কর্মকর্তা, কৃষিবিদ মো. হাফিজুল হাসান, এসডিসি’র প্রকল্প সমন্বয়কারী কৃষিবিদ মো. হাবিবুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন।

বক্তারা জানান, এ ধান আবাদ করে অন্যান্য উচ্চ ফলনশীল ধানের ন্যায় অধিক ফলনের পাশাপাশি মাত্র ১০০দিনে এ ধান ঘরে তোলা সম্ভব। এছাড়া জিংক সমৃদ্ধ হওয়ায় এ ধানের চালের ভাত মানুষের দেহের জিংকের চাহিদা পুরণ করে। ফলে ডায়রিয়াসহ নানা রোগব্যাধি ও বেটেত্ব থেকে মুক্তি পাওয়া সম্ভব। 

অনুষ্ঠানে ব্রি ৬২ জাতের ধানের আবাদ সম্পসারনে কৃষকদের উদ্বুদ্ধ করা হয়।