Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

নড়াইলে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নড়াইল

নড়াইলে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নড়াইলে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ বিষয়ে তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শুক্রবার (১৯ জুন) দুপুরে নড়াইলের খামারবাড়ি মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়। 

বুধবার (১৭ জুন) সকালে কর্মশালার উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক চিন্ময় রায়। জেলার ৩০ জন উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রশিক্ষনে অংশ নেন। ঘূর্ণিঝড়, তাপমাত্রাসহ প্রাকৃতিক দুর্যোগে কৃষকদের পূর্বাভাস ও পরামর্শ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে কৃষকরা উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের কাছ থেকে কৃষি আবহাওয়া বিষয়ে বিভিন্নতথ্য-উপাত্ত জানতে পারবেন। ফসল উৎপাদনের ক্ষেত্রে ক্ষয়ক্ষতির প্রভাব কমবে। 

প্রশিক্ষক ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক চিন্ময় রায়, অতিরিক্ত উপ-পরিচালক দীপংকর দাস, জেলা প্রশিক্ষণ অফিসার অনুজ কুমার বিশ্বাস ও কৃষি সম্প্রসারণ অফিসার মাসুদ রানা।