Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

মোরেলগঞ্জে মৎস্য ঘের বেদখলের আশঙ্কায় সংবাদ সম্মেলন বাগেরহাট

মোরেলগঞ্জে মৎস্য ঘের বেদখলের আশঙ্কায় সংবাদ সম্মেলন

বাগেরহাটের মোরেলগঞ্জে একটি মৎস্য ঘের বেদখল হওয়ার আশঙ্কা করছেন এর মালিক। জিউধরা ইউনিয়নের ডেউয়াতলা গ্রামের মহর আলী গাজী শুক্রবার দুপুরে মোরেলগঞ্জ প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এমন আশঙ্কার কথা প্রকাশ করেন। ঘেরটিতে এখন প্রায় দশ লাখ টাকার মাছ রয়েছে বলে তিনি দাবি করেন। 

লিখিত বক্তব্যে মহর আলী গাজী বলেন, ২০১৩ সাল থেকে ৬১ বিঘা জমিতে ঘের করছেন তিনি। সম্প্রতি একটি মহল ঘেরটি দখলে উদ্দেশে থানায় একটি অভিযোগ দায়ের করে। অভিযোগের প্রেক্ষিতে গত ২১ মে থেকে শুরু করে পরপর ৩ দফায় থানায় শালিস বৈঠক হয়। ওই বৈঠকে কাগজপত্র যাচাই করে থানা পুলিশ স্ব-অবস্থানে থাকার জন্য নির্দেশ দেয়। 

অপরদিকে, এই ঘেরটি সম্পর্কে রিয়াজ হাওলাদার বলেন, ২০১৩ সালে মহর আলী গাজী আমাদের এই ঘেরটি জোরপূর্বক দখলে নেয়। আমরা ঘেরটি পুনরুদ্ধারের জন্য স্থানীয় এমপিসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছি। 

এই বিভাগের অন্যান্য খবর