Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

কাদের সিদ্দিকীর মনোনয়ন বাতিলের শুনানি মঙ্গলবার আইন ও আদালত

কাদের সিদ্দিকীর মনোনয়ন বাতিলের শুনানি মঙ্গলবার

টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র গ্রহণে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে নির্বাচন কমিশনের আবেদনের শুনানির জন্য আগামী মঙ্গলবার দিন ধার্য করেছে আদালত।

আজ (২৫ অক্টোবর) চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হাসানের আদালত এই দিন ধার্য করে।

এর আগে গত ২১ অক্টোবর কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র গ্রহণে নির্বাচন কমিশনকে নির্দেশ দেয় হাইকোর্ট।

এক রিট আবেদনের শুনানি শেষে বুধবার বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের অবকাশকালীন বেঞ্চ এ আদেশ দেয়।

আদালত ঋণখেলাপি দেখিয়ে কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণার সিদ্ধান্ত কেন বাতিল করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করে।

আদালতে কাদের সিদ্দিকীর পক্ষে শুনানি করেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী। সঙ্গে ছিলেন রাগীব রউফ চৌধুরী। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন আইনজীবী তৌহিদুল ইসলাম।

এরপর নির্বাচন কমিশন হাইকোর্টের আদেশ স্থগতি চেয়ে আবেদন করে। তারই শুনানির জন্য আদালত এই দিন ধার্য করল। ২০ অক্টোবর মনোনয়নপত্র বাতিলে ইসির রায়ের বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে রিট দায়ের করেন কাদের সিদ্দিকী।