Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

বেনাপোলে সাংবাদিক পরিচয়দানকারী মাদক ব্যবসায়ী ফেন্সিডিলসহ আটক যশোর

বেনাপোলে সাংবাদিক পরিচয়দানকারী মাদক ব্যবসায়ী ফেন্সিডিলসহ আটক

বেনাপোলের পুটখালী সীমান্ত এলাকা থেকে ৯৬ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ একতা প্রেসক্লাব বেনাপোলের সহ সভাপতি ও ডাক্তার শেখ সেলিম সাংবাদিক পরিচয়দানকারী (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ এর (বিজিবি’র) সদস্যরা। আটক সাংবাদিক পরিচয়দানকারী মাদক ব্যবসায়ী শেখ সেলিম বেনাপোল পোর্ট থানাধীন পাঠবাড়ি গ্রামের মৃত শেখ শাহজান এর ছেলে।

শনিবার (৬ জুন) সকালে পুটখালী সীমান্ত দিয়ে বেনাপোলে আসার পথে বিজিবি মাদক ব্যবসায়ী সেলিম এর মোটরসাইকেল ও শরীর তল্লাশী করে ৯৬ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ  তাকে আটক করে।

স্থানীয় সুত্রে জানাযায়, বিজিবি’র হাতে ফেন্সিডিলসহ আটক একতা প্রেসক্লাব বেনাপোলের সহ সভাপতি ও ডাক্তার শেখ সেলিম দীর্ঘ দিন ধরে সাংবাদিকের পরিচয় দিয়ে মাদক ব্যবসা করে আসছে। 

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, ২১ বিজিবি সদস্যরা ৯৬ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ শেখ সেলিম নামে এক মাদক ব্যবসায়ীকে মাদক আইনে মামলা দিয়ে আমাদের কাছে হস্তান্তর করে। সেই মোতাবেক আমরা আসামীকে রবিবার যশোর বিজ্ঞ আদালতে পাঠানোর ব্যবস্থা গ্রহন করবো।