Opu Hasnat

আজ ১৮ এপ্রিল বৃহস্পতিবার ২০২৪,

বাগেরহাটে বিশ্ব পরিবেশ দিবসে ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচি বাগেরহাট

বাগেরহাটে বিশ্ব পরিবেশ দিবসে ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচি

বাগেরহাটে ‘প্রকৃতিকে বাঁচানোর এখনই সময়’ এই শ্লোগানে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে জেলা ছাত্রলীগ। বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের সহযোগীতায় বাগেরহাট সদর ও কচুয়া উপজেলার বিভিন্ন স্থানে রাস্তার পাশে ১ হাজার বনজ, ফলদ এবং ঔষধি গাছের চারা লাগানো হয়। শুক্রবার বিকেলে বাগেরহাট শহর রক্ষা বাঁধে এই বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন, জেলা ছাত্র লীগের সভাপতি মোঃ মনির হোসেন ও সাধারন সম্পাদক সরদার নাহিয়ান সুলতান আল ওশান।

এ সময় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুজিত হালদার, অনিক সাহা, দপ্তর সম্পাদক মোঃ ফয়সাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মিঠুন সাহাসহ জেলা, সদর উপজেলা, কচুয়া উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতারা উপস্থিত ছিলেন।

জেলা ছাত্রলীগের সভাপতি মো: মনির হোসে বলেন, ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের আর্থিক সহযোগীতা ও নির্দেশে বাগেরহাট জেলা ছাত্রলীগের আয়োজনে বিভিন্ন এলাকার রাস্তার পাশে ১ হাজার বনজ, ফলদ এবং ঔষধি গাছের চারা রোপন করা হয়েছে। এই কর্মসূচী অব্যহত থাকবে বলে তিনি জানান।