Opu Hasnat

আজ ১৯ মার্চ মঙ্গলবার ২০২৪,

‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে জবি রোভার গ্রুপের বুক রিভিউ প্রতিযোগিতা’ সংগঠনক্যাম্পাস

‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে জবি রোভার গ্রুপের বুক রিভিউ প্রতিযোগিতা’

#বই_হোক_উন্মুক্ত!
#বাসায়_থাকুন #বই_পড়ুন

বর্তমানে দেশের এই পরিস্থিতিতে বাসায় থাকুন, বেশি বেশি বই পড়ুন। জ্ঞান আরোহনের পাশাপাশি জিতে নিন আরো অনেক বই! তো অপেক্ষা কেন? বঙ্গবন্ধুর লেখা নিচের বই দুটি পড়া শুরু করুন এবং যেকোনো একটির রিভিউ লিখুন আর জমা দিন।

<> বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের- অসমাপ্ত আত্মজীবনী বইয়ের অ্যাপসটি ইন্সটল/আপডেট করতে ক্লিক করুন এই লিংকেঃ
https://play.google.com/store/apps/details?id=com.rangrejit.asomaptoattojiboni

<> বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের- কারাগারের রোজনামচা বইয়ের অ্যাপসটি ইন্সটল/আপডেট করতে ক্লিক করুন এই লিংকেঃ
https://drive.google.com/file/d/14QXRp3vmyV8COGZwWmiLXXRg2rVIQlbS/view?usp=drivesdk

# প্রতিযোগিতায় আপনারা তিনটি ক্যাটাগরির যেকোনো একটিতে অংশগ্রহণ করতে পারবেন-
১. সহচর (শুধুমাত্র জবি রোভার স্কাউট গ্রুপ)
২. কাব, স্কাউট ও রোভার স্কাউট
৩. সাধারন (সকলের জন্য উন্মুক্ত)

# বুক রিভিউ প্রতিযোগিতার নিয়মাবলীঃ
১. আমাদের এই ইভেন্টটি আপনার টাইমলাইনে প্রাইভেসি পাবলিক সেট করে শেয়ার করতে হবে।
২. সম্মানিত প্রতিযোগীবৃন্দ উপরের দেওয়া যেকোনো একটি বই পড়ুন ও এর উপর রিভিউ লিখুন।
৩. রিভিউ কমপক্ষে ৩০০ শব্দের হতে হবে এবং টাইপ করতে হবে
৪. নাম, মোবাইল, ই-মেইল ও প্রতিযোগিতার ক্যাটাগরি সহ আপনার লেখা রিভিউ  roverjnu@gmail.com  ই-মেইলে জমা দিতে হবে।
৫. রিভিউ জমা দেয়ার শেষ তারিখ ২০ জুন ২০২০ রোজ শনিবার।
৬. রিভিউটি অবশ্যই মৌলিক হতে হবে এবং পুর্বে কোথাও প্রকাশিত হয়েছে এমন রিভিউ গ্রহণযোগ্য নয়। অন্য কারো রিভিউ কপি বলে প্রমাণিত হলে প্রতিযোগিতা থেকে অবিবেচিত হবেন।
৭. রিভিউ হতে হবে সৎ ও নিরপেক্ষ। লেখক/অনুবাদককে ব্যক্তিগতভাবে আক্রমণ করাও যাবে না।
৮. আপনার জমা দেওয়া রিভিউ জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের অফিসিয়াল ফেইসবুক পেইজে পোস্ট করা হবে এবং পোস্টকৃত রিভিউটি আপনার টাইমলাইনে প্রাইভেসি পাবলিক সেট করে শেয়ার করবেন।

# বিজয়ী নির্বাচনঃ
১. রিভিউর গুণগত মান নির্ণয়-৩০ মার্কস
২. রিভিউর গুনগত মান নির্ণয় করে বাছাইকৃত রিভিউ ২৫ জুন ২০২০ (বৃহস্পতিবার) থেকে ৩০ জুন ২০২০ (মঙ্গলবার) পর্যন্ত বাছাইকৃত রিভিউ জবি রোভার স্কাউট গ্রুপের অফিসিয়াল ফেইসবুক পেইজে থাকবে এবং অন্যান্য ফলোয়ার ও মেম্বারগণ রিভিউ পড়ে সেই রিভিউ শেয়ার, লাইক ও কমেন্ট করবেন-২০ মার্কস
<>সর্বমোট ৫০ নম্বর ধরে বিজয়ী নির্বাচন করা হবে।
√√ ৩ জুলাই রোজ শুক্রবার ফলাফল পেইজে প্রকাশ করা হবে।

# পুরষ্কারঃ 
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে প্রতি ক্যাটাগরি থেকে ৩ জন করে মোট ৯ জনকে বিজয়ী ঘোষণা করা হবে৷ বিজয়ীদের জন্য রয়েছে সার্টিফিকেট, বই ও আকর্ষণীয় পুরস্কার। এছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলের জন্য রয়েছে সার্টিফিকেট।

√√আমাদের সাথে কো-স্পন্সর হিসেবে আছেন, @Network & World Media Family (Electronics & Gadget Shop)

গ্রুপ লিংক-https://www.facebook.com/groups/408405456671623/

পেইজ লিংক-
https://www.facebook.com/network427/

এবং স্ট্র‍্যাটেজিক পার্টনার হিসেবে আছেন- ‘দ্য ডেইলি এডুকেশন’ পরিবার।
গ্রুপ লিংক-
https://www.facebook.com/groups/thedailyeducation/
পেইজ লিংক-
https://www.facebook.com/thedailyeducation/

সবাইকে উক্ত পেইজে ঘুরে আসার আহবান রইলো......!
????যেকোনো প্রয়োজনে-
মোবাইলঃ ০১৯৪০৯৫০২৮৫
ইমেইলঃ  roverjnu@gmail.com

পেইজঃ
https://www.facebook.com/jnurover

বিদ্রঃ বিজয়ী নির্বাচনের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। প্রতিযোগিতা যেকোন সময় স্থগিত কিংবা এর নিয়মাবলী পরিবর্তন, পরিমার্জন এবং পরিবর্ধনে জবি রোভার স্কাউট গ্রুপের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

ইভেন্ট সম্পর্কে জবি রোভার ইন কাউন্সিলের সেক্রেটারি ইমতিয়াজ মাহমুদ  বলেন, ভালো বই পড়া মানে গত শতাব্দীর সেরা মানুষদের সাথে কথা বলা। 

রোভার ইন কাউন্সিলের সভাপতি আহসান হাবিব বলেন, স্কাউট’স আনন্দের মাধ্যমে শিক্ষা গ্রহণ করে। আর এ-ই আনন্দ টা আমরা বই পড়ার মাধ্যমে গ্রহণ করতে চাই। এখানে উল্লেখ যে, এ-ই ইভেন্ট টি সবার জন্য উন্মুক্ত শুধুমাত্র উল্লেখিত নিয়মাবলি গুলো অনুসরণ করতে হবে। 

এই বিভাগের অন্যান্য খবর