Opu Hasnat

আজ ৮ জুলাই বুধবার ২০২০,

মুন্সীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু মুন্সিগঞ্জ

মুন্সীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু

মুন্সীগঞ্জ সদরে করোনা উপসর্গ নিয়ে সদরের বিনোদপুর এলাকার মোঃ আবুল হোসেন (৫৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে ১০ টায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের নিয়ে আসার পথে তার মৃত্যু হয়।

মুন্সীগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুমন কুমার বনিক জানান, করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয় তার। মৃত অবস্থায় তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে রাখা হয়েছে। হাসপাতালে আনার পর তার নমুনা সংগ্রহ করা হয়েছে। বিশ্বস্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে তার মরদেহ দাফনের প্রস্থতি চলছে বলে জানান তিনি।

এই বিভাগের অন্যান্য খবর