Opu Hasnat

আজ ৯ জুলাই বৃহস্পতিবার ২০২০,

কিশোরগঞ্জে নদীতে ডুবে বিশ্ববিদ্যালয় পড়ুয়া যুবকের মৃত্যু নীলফামারী

কিশোরগঞ্জে নদীতে ডুবে বিশ্ববিদ্যালয় পড়ুয়া যুবকের মৃত্যু

আসিফ ইমরান, নীলফামারী : নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের মুশরুত  পানিয়াল পুকুর সংলগ্ন ভাইজান নদীতে ডুবে বিশ্ববিদ্যালয় পড়ুয়া লেমন ( ২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে পূর্ব স্কুল পাড়া গ্রামের বাবুল হোসেনের ছেলে । বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। 

স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা, গেছে, দুপুর ২টার সময় লেমন তার কয়েকজন সহপাঠী নিয়ে ভাইজান নদীর সাইফুন নামক স্থানে গোসল করতে যায়। সাঁতার না জানায় সে পানির অতল গহ্বরে তলিয়ে মৃত্যুবরণ করেন। এসময় সহপাঠীরা সাঁতরিয়ে উপরে উঠতে পারলেও সে  পামি নিচে তলিয়ে যায়। । এ সময় নিহতের সহপাঠীদের আত্মচিৎকারে স্থানীয়রা এসে ১ ঘন্টা খোঁজাখুঁজির পর তার মৃতদেহ উদ্ধার করেন।  

জানা গেছে সে, ঢাকার তেজগাঁও  প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র। তার অকাল  মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

এ ব্যাপারে কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ এম হারুন-অর-রশিদ নদীতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।