Opu Hasnat

আজ ৯ জুলাই বৃহস্পতিবার ২০২০,

সুনামগঞ্জে র‌্যাবের ১৪ সদস্যসহ ৩৯ জন করোনায় আক্রান্ত, মোট আক্রান্ত ২১৩ সুনামগঞ্জ

সুনামগঞ্জে র‌্যাবের ১৪ সদস্যসহ ৩৯ জন করোনায় আক্রান্ত, মোট আক্রান্ত ২১৩

সুনামগঞ্জ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব-৯ এর ১৪ জন সদস্যসহ একদিনে রেকর্ড ৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ১৪ জন র‌্যাব সদস্যসহ সুনামগঞ্জ সদর উপজেলায় ১৬ জন, ছাতক উপজেলায় ১২ জন, দোয়ারাবাজার উপজেলায় ৫ জন, শাল্লা উপজেলায় ২জন, জামালগঞ্জ উপজেলায় ৩ জন এবং বিশ্বম্ভরপুর উপজেলায় ১ জন। এনিয়ে সুনামগঞ্জে মোট আক্রান্ত হয়েছেন ২১৩ জন।

মঙ্গলবার রাতে এ বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডাঃ মোঃ শামস উদ্দিন। তিনি বলেন, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে করোনা টেস্টে তাদের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

জানা যায়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মঙ্গলবার ২২৭ টি নমুনা গ্রহণ করা হয়। এর মধ্যে ১৮৮টি নমুনা পরীক্ষা করে ৩৯টির রিপোর্ট পজিটিভ পাওয়া গেছে। এ নিয়ে জেলায় মোট ২১৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা যায়।

এই বিভাগের অন্যান্য খবর