Opu Hasnat

আজ ৯ জুলাই বৃহস্পতিবার ২০২০,

ঝিনাইদহে অগ্নিকান্ডে ৪টি দোকান ভষ্মিভূত ঝিনাইদহ

ঝিনাইদহে অগ্নিকান্ডে ৪টি দোকান ভষ্মিভূত

ঝিনাইদহ শহরের আরাপপুরে আগুনে পুড়ে গেছে ৪ টি ব্যবসায় প্রতিষ্ঠান। বুধবার সকালে এ ঘটনা ঘটে।  

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের সাব অফিসার আব্দুর রউফ মোল্লা জানান, সকালে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে টায়ার ব্যবসায়ী আলেক মিয়ার দোকানে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তে তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট প্রায় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। এরই মধ্যে পুড়ে যায় আলেক মিয়া, পাকরুল ইসলাম, ফরিদ হোসেন ও শওকত আলীর দোকান।

এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা।