Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

করোনা যুদ্ধে আরও এক পুলিশ সদস্যের জীবন উৎসর্গ জাতীয়

করোনা যুদ্ধে আরও এক পুলিশ সদস্যের জীবন উৎসর্গ

করোনা যুদ্ধে জীবন উৎসর্গ করলেন আরও এক পুলিশ সদস্য। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী পুলিশের ১৬তম সদস্যের নাম শ্রী নীরদ চন্দ্র মণ্ডল (৫২)। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর বিভাগের পল্লবী জোনে স্টেনোগ্রাফার হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (২ জুন) পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, করোনা পজেটিভ হওয়ায় কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি ছিলেন নীরদ চন্দ্র। সোমবার (১ জুন) দুপুরে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

সোহেল রানা আরও জানান, নীরদ চন্দ্রের বাড়ি ফরিদপুর জেলায়। তার পরিবারে স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে রয়েছে। পুলিশের ব্যবস্থাপনায় নীরদের মরদেহ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে সেখানেই ধর্মীয় বিধান অনুযায়ী তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।

করোনায় দায়িত্ব পালন করতে গিয়ে এখন পর্যন্ত বাংলাদেশ পুলিশের ১৬ সদস্যের মৃত্যু হয়েছে।