Opu Hasnat

আজ ১৯ মার্চ মঙ্গলবার ২০২৪,

মোহাম্মদ নাসিম করোনায় আক্রান্ত রাজনীতি

মোহাম্মদ নাসিম করোনায় আক্রান্ত

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য  ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী এবং ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম করোনায় আক্রান্ত হয়েছেন।

সোমবার (০১ জুন) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, রাতে রিপোর্ট পাওয়া গেছে। তাতে করোনা পজিটিভ এসেছে বলে মোহাম্মদ নাসিমের ছেলে সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয় আমাকে জানিয়েছেন।

এর আগে সোমবার (১ জুন) সকালে করোনার উপসর্গ নিয়ে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন তিনি।

তার শারীরিক অবস্থার কথা প্রধানমন্ত্রীকে জানানোর পর প্রধানমন্ত্রী তাকে রাতের মধ্যেই সিএমএইচে নেওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানান বিপ্লব বড়ুয়া।

এদিকে অপর একটি সূত্র জানায়, মোহাম্মদ নাসিমের স্ত্রী ও তার গৃহকর্মী করোনা আক্রান্ত হয়েছিলেন। তারা এখন সুস্থ হয়ে বাসায় অবস্থান করছেন। এরপরই মোহাম্মদ নাসিমের করোনার উপসর্গ দেখা দেয়।

এদিকে, ডাক্তারের বরাত দিয়ে মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয়ও বিষয়টি নিশ্চিত করে দেশবাসীর কাছে বাবার জন্য দোয়া চেয়েছেন।