Opu Hasnat

আজ ১৯ মার্চ মঙ্গলবার ২০২৪,

চিলাহাটিতে উন্মুক্ত লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন সম্পন্ন নীলফামারী

চিলাহাটিতে উন্মুক্ত লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন সম্পন্ন

আসিফ ইমরান, চিলাহাটি (নীলফামারী) : সামাজিক দূরত্ব বজায় রেখে নীলফামারী জেলার চিলাহাটিতে বোরো সংগ্রহ-২০ উপলক্ষ্যে সরাসরি কৃষকদের কাছ থেকে ন্যায্যমূল্যে খাদ্যশস্য (ধান) সংগ্রহ করার লক্ষ্যে উন্মুক্ত লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন কার্যক্রম সম্পন্ন হয়েছে।

সোমবার সকালে চিলাহাটি এলএসডিতে কেতকীবাড়ী ও ভোগডাবুড়ী ইউনিয়নের কৃষক নির্বাচনের উন্মুক্ত লটারী সম্পন্ন হয়েছে। এতে কেতকীবাড়ী ইউনিয়নের ২১৮৬ জনের মধ্যে ২৩৫ ও ভোগডাবুড়ী ইউনিয়নের ২৬০৮ জনের মধ্যে ৩৮৩ জন কৃষককে নির্বাচন করা হয়।

ডোমার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মাহমুদ হাসান এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডোমার  উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহিনা শবনম।

বক্তব্য রাখেন উপজেলা খাদ্য পরিদর্শক আব্দুল্লাহ আরেফিন, চিলাহাটি এলএসডি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা নিত্যানন্দ রায়,ভোগডাবুড়ী ইউপির চেয়ারম্যান একরামুল হক।

এসময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ ভোগডাবুড়ী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বকুল, কেতকীবাড়ী ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি আরিফুল ইসলাম মহব্বত, কেতকীবাড়ী ইউপি সদস্য মকছেদুল ইসলাম, ভোগডাবুড়ী ইউপি সদস্য মিজানুর রহমানসহ কেতকীবাড়ী ও ভোগডাবুড়ী ইউনিয়নের কৃষকরা।