Opu Hasnat

আজ ১৯ মার্চ মঙ্গলবার ২০২৪,

আলফাডাঙ্গায় মধুমতি নদীর ভাঙ্গন থেকে রক্ষা পেতে মানববন্ধন ফরিদপুর

আলফাডাঙ্গায় মধুমতি নদীর ভাঙ্গন থেকে রক্ষা পেতে মানববন্ধন

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়ন ও গোপালপুর ইউনিয়নের শত শত বসতবাড়ি এবং হাজার হাজার একর ফসলি জমি, স্কুল ও মসজিদ মধুমতি নদীর ভাঙ্গন থেকে রক্ষা পেতে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্থ এলাকাবাসী। সোমবার দুপুরে টগরবন্দ ইউনিয়নের বাজরা এলাকায় ভাঙ্গন কবলিত এলাকার বাসিন্দারা নদীর ভাঙ্গন থেকে রক্ষা পেতে এই মানববন্ধন করে। মানববন্ধনে ভাঙ্গন কবলিত ১০টি গ্রামের কয়েকশত মানুষ অংশ নেয়। 

এসময় তারা বলেন, চোখের সামনে বাপ-দাদার পৈত্রিক ভিটা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে যা মেনে নেওয়া কত কষ্টের একমাত্র ভুক্তভোগী হিসেবে আমরাই জানি। তারা বলেন নদীর পানি বাড়তে শুরু করার সাথে সাথে ভাঙ্গন শুরু হয়ে গেছে। এরই মাঝে আমাদের শত শত বসতবাড়ি এবং হাজার হাজার একর ফসলি জমি, স্কুল ও মসজিদ মধুমতি নদীর ভিতর চলে গেছে। এখন অবশিষ্ট যা রয়েছে এবার তাও ভেঙ্গে নিয়ে যাচ্ছে। এরই মাঝে আমাদের একমাত্র যাওয়া আসার রাস্তাটি নদী গর্ভে বিলিন হয়ে যাচ্ছে। প্রতিদিন রাতে ভয়ে থাকি এই বুঝি আমাদের ঘর নদী গর্ভে চলে যাবে। মানববন্ধন থেকে তারা অতিদ্রুত ভাঙ্গন থেকে রক্ষা পেতে সরকার দ্রুত ব্যবস্থা গ্রহন করবে এই দাবি করেন।